বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভূমি জটিলতা নিরসনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে –ডেপুটি স্পিকার

ভূমি জটিলতা নিরসনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে –ডেপুটি স্পিকার

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ জাতীয় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন,ভূমি জটিলতা নিরসনে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধু ২৫ বিঘা জমির খাজনা মওকুফ করেছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর রেখে যাওয়া দর্শন এবং তাঁর স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন।আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের মানুষ ভালো থাকে। যারা ধর্মের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে তাদের থেকে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় দেশ ও বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে হবে। যারা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে তারা দেশের বন্ধু। আমরা দেশ ও জাতির কল্যানের জন্য রাজনীতি করি পাকিস্তান সৃষ্টির জন্য রাজনীতি করিনা।

‘স্মার্ট ভ‚মিসেবা, স্মার্ট নাগরিক’ ¯েøাগানকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং সাঁথিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে শনিবার(১৪জুন) বিকেলে পাবনার সাঁথিয়ায় ভ‚মিসেবা সপ্তাহের সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলে বলেন।

সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং সাঁথিয়া উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) রিফাতুল হক এর সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা খোকন,সাঁথিয়া পৌর মেয়র মাহবুুবুল আলম বাচ্চু,ভাইস চেয়ারম্যান শামসুল হক স্বপন। আরও বক্তব্য দেন, সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান,সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম সরোয়ার,ধোপাদহ ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান বাবুল,ভূমি সেবা গ্রহীতা মামুনুল হক প্রমুখ। আলোচনা সভা শেষে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।উল্লেখ্য,গত ৮জুন ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছিল।

৪৭ বার ভিউ হয়েছে
0Shares