বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাঁথিয়ায় জেল হত্যাদিবস পালন

সাঁথিয়ায় জেল হত্যাদিবস পালন

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগের আয়োজনে জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সাঁথিয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খাঁনের সভাপতিত্বে ও পূনঃনির্বাচিত সাধারণ সম্পাদক তপন হায়দার সানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর মেয়র ও নবনির্বাচিত পৌর আ’লীগের সভাপতি মাহবুবুল আলম বা”ুচ, আ’লীগ নেতা অধ্যক্ষ নজরুল ইসলাম, ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন,নফিজ উদ্দিন সরকার সাখাওয়াত হোসেন সাজ্জাদ হোসেন,এ্যাড. শামসুল হক নান্নু,সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগের সভাপতি সম্পাদকগণ বক্তব্য রাখেন। শেষে জাতীয় চার নেতাসহ সকল শহীদদের বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

৩১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS