মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সেনবাগে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন রোধে দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত

সেনবাগে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রন রোধে দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি : সেনবাগে ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম এর আওতায় বুধবার জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম সহ সমাজের নেতৃস্থানীয় ব্যাক্তিয়েদর দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হযেছে।
সেনবাগ উপজেলা পরিষদ সভা কক্ষে সেনবাগ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাদিয়া আফরোজের সভাপতিত্বে উপজেলার এবং রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা (এমওডিসি)ডাক্তার কামাল উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। বিশেষ অতিথি ছিলেন,সহকারী কমিশনার (ভ‚মি) মো:জাহিদুল ইসলাম । এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুর রশিদ, ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম রিগান, অজুনতলা ইউপি চেয়ারম্যান সাখায়াত হোসেন রিপান, সেনবাগ প্রেসক্লাবের সাধারাণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম আলম শায়েস্তানগরী, বীজবাগ সুলতান মাহমুদ ডিক্রি কলেজের অধ্যক্ষ শহীদুল আলম জসিম,কল্যান্দী ফয়জুল উলুম দাখিল মাদরাসার সুপার আক্তারুজ্জামান ফয়েজী, সেনবাগ ফাযিল মাদরাসার উপাধক্ষ্য জাকির হোসেন, বীজবাগ ওয়াজেদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ ইমাম উদ্দিন, কাদরা দাখিল মাদরাসার সভাপতি আবদুল আউয়াল,উপজেলা স্যানিটরী ইন্সপেক্টর রোকনুজ্জামান প্রমুখ বত্তব্য রাখেন।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS