সেনবাগে বহিষ্কৃত যুবদল নেতা সাহাব উদ্দিন রাশেলের সংবাদ সম্মেলন তদন্ত করে ব্যাবস্থা নেওয়ার দাবি
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি : চাঁদাবাজির অভিযোগে বহিস্কার হওয়া সেনবাগ উপজেলা যুবদল নেতা সাহাব উদ্দিন রাশেল নিজের নির্দোশ দাবি করে এক সংবাদ সম্মেলন করেছে। সোমবার দুপুর ১২টার সময় সেনবাগ উপজেলা বিএনপিরে কার্যালয়ে ওই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছ। এসময় তিনি যে অডিও ক্লিপের বরাত দিয়ে তাকে বরখাস্ত করেছেন এতে চাঁদাবাজী কোন তথ্য নেই বলে দাবি করে তিনি বলেন , ফ্যাসিষ্ট আওয়ামী লীগের ঠিকাদার নব্য জামায়াত দাবিদার খন্দকার মুকুল উপজেলা অজুনতলা ইউপির বাতাকান্দি গ্রামে একটি সড়কের নিম্নমানের কাজ কারায় এলাকাবাসীর অনুরোধ তিনি সহ নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে এর প্রতিবাদ জানান। এ সময় মুকুল তাকে টাকার অপার করে ম্যানেজন করার চেষ্ঠা করে ব্যার্থ হয়ে পরিকল্পিত ভাবে ওই অডিও ক্লিপটি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে তার ও দলের সুনাম ক্ষুন্ন করেন।
বহিস্কৃত রাশেল জেলা যুবদল ও কেন্দ্রীয় যুবদলের প্রতি অনুরোধ করে জানান, তিনি সেনবাগ কলেজ ছাত্রদলের সেক্রটারী, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, উপজেলা ছাত্রদলের দুই বারের সভাপতি ও সেনবাগ উপজেলার যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এবং বিগত ১৬বছর যাবাত স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রম করে ব্যবসা বানিজ্যে ক্ষতিগ্রস্থ হয়েছেন। িিন নিম্মমানের কাজের প্রতিবাদ করায় স্বৈরাচারের দোসর নব্য জামায়াত দাবিদার মুকুলের কৌশলে ধারণ করা অডিও ক্লিপটি ভালো করে শুনে তদন্ত পূর্বক সত্যতা পেলে তিনি দলের সিন্ধান্ত মাথা পেতে নিবেন। অন্যথায় বিহস্কার আদেশ প্রত্যাহার করার অনুরোধ জানান। এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবদলের অধিকাংশ সভাপতি সম্পাদকরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের আগে উপজেলা, পৌরসভা ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা রাশেলের বহিস্কার আদেশের প্রতিবাদে বিএনপির কার্যালয়ে মিলিত হয়। এসময় বহিস্কৃত উপজেলা যুবদলের স্থগিত কমিটির সদস্য সচিব সাহেব উদ্দিন রাশেল দলের সিন্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নেতাকর্মীদের শান্ত থাকার অনুরোধ করেন। কোন ধরনের বিক্ষোভ মিছিল করা থেকে বিরত থাকার অনুরোধ জানান।
এরআগে গতকাল রোববার (৫ জানুয়ারি) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভ‚ঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদাবাজিতে জড়িত থাকার সুস্পষ্ট অডিও ক্লিপের ভিত্তিতে নোয়াখালীর সেনবাগ উপজেলা যুবদলের স্থগিত কমিটির সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ন‚রুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করা করেছেন।