বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সৈয়দপুরের রাস্তাগুলো খালে খন্দে থাকায় অহরহ দূর্ঘটনা ঘটছে

সৈয়দপুরের রাস্তাগুলো খালে খন্দে থাকায় অহরহ দূর্ঘটনা ঘটছে

দুলাল সরকার, সৈয়দপুর-নীলফামারী প্রতিনিধি ঃ সৈয়দপুর উপজেলায় তামান্না মোড় থেকে ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা বেহাল অবস্থা। প্রথম শ্রেনীর পৌরসভার রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হওয়ায় সৈয়দপুর পৌর মেয়রের বিরুদ্ধে মানববন্ধনসহ ঐ পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলরাও মাসিক মিটিংও বর্জন করেছেন বলে অভিযোগ জানা যায়। এর পরেও পৌর মেয়রের টনক নড়ছে না। প্রতিদিনই এ রাস্তাগুলোতে খালে খন্দে থাকায় ছোট-বড় দূর্ঘটনা ঘটছে। এ ছবিটি তুলা হয়েছে গতকাল দুপুরে ইসলামবাগ এলাকা সড়ক থেকে।

১১৭ বার ভিউ হয়েছে
0Shares