শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
এক রাতেই গ্রামের ৬টি খড়ের গাদায় আগুন

এক রাতেই গ্রামের ৬টি খড়ের গাদায় আগুন

নাটোর প্রতিনিধি  : নাটোরের নলডাঙ্গার একটি গ্রামের ছয়টি খড়ের গাদায় একযোগে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব মাধ নগর এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে, নলডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেসন্সের ইনচার্জ, মো. হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বলেন, পূর্ব মাধ নগর গ্রামে খড়ের গাদায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। একটি স্থানে আগুন নেভানোর পর আরেকটি স্থানে আগুন লাগার সংবাদ পেয়ে এক এক করে মোট ছয়টি খড়ের গাদায় লাগা আগুন নেভানো হয়।
শত্রুতা করে কেউ একটার পর একটা খড়ের গাদায় কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে স্থানীয়দের বরাতে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন, গভীর রাতে ৬টি খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। মাধ নগর স্টেশনের অনেক সময় মানসিক প্রতিবন্ধী, পাগলেরা শুয়ে থাকে। তারা একাজ করতে পারে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।#
১১ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS