শনিবার- ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরের সিংড়ার ফরিদ মেম্বারের গলাকাটা মরদেহ উদ্ধার 

নাটোরের সিংড়ার ফরিদ মেম্বারের গলাকাটা মরদেহ উদ্ধার 

ইসাহাক আলী,  নাটোর, ১৯ অক্টোবর  :  নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের ইউপি সদস্য ও বামিহাল এলাকার  ফরিদ গ্রুপের প্রধান ফরিদ উদ্দিনের জবাই করা মরদেহ  উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। আজ ভোরে সলঙ্গা থানার পাটধারী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।  সম্প্রতি আধিপত্য নিয়ে  ফরিদ ও আফতাব গ্রুপের সংঘর্ষে দুজন নিহতের পর তিনি নিহত হলেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মিজানুর রহমান জানান, আজ ভোরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী এলাকায় গলাকাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।  পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে সলঙ্গা থানায় নিয়ে যায়। ফরিদুল বামিহাল গ্রামের মৃত মুসা আকন্দের ছেলে।  সে ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামীলীগের সভাপতি এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি।
এর আগে গত ৯ অক্টোবর রাতে বামিহাল গ্রামে আধিপত্য নিয়ে আওয়ামী লীগের ফরিদ ও আফতাব গ্রুপের সংঘর্ষে আফতাব বাহিনী প্রধান আফতাব নিহত হয়। পরের দিন ১০ অক্টোবর ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা  যান ফরিদ গ্রুপের রুহুল আমিন।
এই ঘটনায় পৃথক দুটো হত্যা মামলা হয়। আফতাব হত্যা দুটি হত্যা মামলাসহ ডজন খানেক মামলার আসামি ছিলেন ফরিদ।
১১৮ বার ভিউ হয়েছে
0Shares