রবিবার, ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাঘায় রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বন্যার্ত দের ত্রান তহবিল ও চিত্র অংকনে ছাত্র ছাত্রীরা 

বাঘায় রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বন্যার্ত দের ত্রান তহবিল ও চিত্র অংকনে ছাত্র ছাত্রীরা 

২৯৭ Views
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর ও ইউনিয়ন  আয়ো জনে রাষ্ট্র সংস্কারের পাশাপাশি বন্যাদের ত্রান তহবিল সংগ্রহ ও চিত্র অংকনে ব্যাস্থ সময় পার করচ্ছে ছাত্র ছাত্রীরা।
শনিবার (৩১আগষ্ট ) বাঘা উপজেলার আড়ানী পৌর ও ইউনিয়ন ছাত্র ছাত্রীদের টিমলিডার আব্দুল কাদির কাফি জানায়, আমাদের টিমে ২ শতজন ছাত্র ছাত্রী আছে। বন্যার্তদের সহযোগি তার জন্যে ত্রান তহবিলে নগদ ৯৫ হাজার ৬ শত টাকা জমা হয়েছে। গতকাল ফেনীতে অবস্থিত স্বেচ্ছাসেবীদের কাছে নগদ ২০ হাজার টাকা পাঠানো হয়েছে। আর বাকী ৭৫ হাজার ৬ শত টাকা আস সুন্নাহ ফাউন্ডেশন তহবিলে পাঠানো হয়েছে। এবং আড়ানী পৌর ও ইউনিয়ন এ আমাদের ছোট বড় স্বপ্ন গুলোই রঙিন ও জীবন্ত হয়ে ফুটে উঠুক চারপাশের দেয়ালে।  চিত্র অংকন ও রাস্তা পরিস্কার এবং বৃক্ষ রোপণ করা হয়েছে।
পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়। একা একা চলতে শেখায়, নিজের পায়ে দাড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মানুষের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়।আমাদের সব কর্মসূচী গুলো সফল ভাবে পালন করা হয়েছে।
Share This