সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনা -১ আসনে প্রায় ১ লাখ ৩৪ হাজার ভােটের ব্যবধানে নৌকার জয় 

নেত্রকোনা -১ আসনে প্রায় ১ লাখ ৩৪ হাজার ভােটের ব্যবধানে নৌকার জয় 

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৭, নেত্রকােনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে প্রতিদ্বদ্বিতা করেন পাঁচ জন প্রার্থী। তারমধ্য ১ লাখ ৩৩ হাজার ৮০০ ভােট বেশি পেয়ে আওয়ামী লীগ মনােনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য ও ভিপি মোশতাক আহমেদ রুহী বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে একটি পৌরসভাসহ ও ১৫টি ইউনিয়নে মােট ভােটার রয়েছে ৪ লাখ ১৮ হাজার ৬৭ জন। তারমধ্যে ১ লাখ ৯০ হাজার ৫৯১ ভােটার তাদের ভােটাধিকার প্রয়ােগ করেছেন। এতে করে আওয়ামী লীগ মনােনীত নৌকা প্রতীকের প্রার্থী মােশতাক আহমেদ রুহী পেয়েছেন ১ লাখ ৫৯ হাজার ১৯ ভােট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ভােট পেয়েছেন ২৫ হাজার ২১৯, লাঙ্গল প্রতীকের প্রার্থী গোলাম রাব্বানী ভােট পেয়েছেন ২ হাজার ৪০৮, ছড়ি প্রতীকের প্রার্থী আহমদ শফী ভােট পেয়েছেন ৫৭৫ ও ঈগল প্রতীকের প্রার্থী মাে. আফতাব উদ্দিন পেয়েছেন ৩৬১ ভােট। বাতিলকৃত ভােটর সংখ্যা তিন হাজার ৯টি।

১০৪ বার ভিউ হয়েছে
0Shares