বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
<span class="entry-title-primary">বগুড়া-৩ এ ১২ জন এমপি পদপ্রার্থীদেরকে ডিঙ্গিয়ে সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী</span> <span class="entry-subtitle">দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ </span>

বগুড়া-৩ এ ১২ জন এমপি পদপ্রার্থীদেরকে ডিঙ্গিয়ে সংসদ সদস্য খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪

 

মোসাব্বর হাসান মুসা বগুড়া অফিসঃ ১২ জন এমপি পদপ্রার্থীদেরকে ডিঙ্গিয়ে সংসদ সদস্য পদে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খাঁন মোহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাধন ট্রাক প্রতীক নিয়ে অদমদীঘি- দুপচাঁচিয়া নির্বাচনী এলাকা ৩৮ এ  নবিন সংসদ নির্বাচিত হন।

 

বগুড়া -৩ খান মোহাম্মদ সাইফুল্লাহ স্বতন্ত্র ট্রাক প্রতীক নিয়ে ৬৯ হাজার ৭ শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অজয় কুমার সরকার কেচি প্রতিক নিয়ে সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ আদমদীঘি। তিনি ২৩ হাজার ভোট পেয়ে পরাজিত হন।

৮ জানুয়ারি নিবাচিত এমপিকে ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বাড়িতে শত শত লোকজন সকাল থেকেই।

 

শুভেচ্ছা বিনিময় কালে  আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু বলেন এই বিজয় আদমদিঘী দুপচাঁচিয়া উপজেলার জনগণের বিজয়।

আদমদীঘি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ শিক্ষকসহ অভিনন্দন জানান আফামর জনসাধারণ নেতাকমিরা স্বতঃস্ফূর্তভাবে তাকে শুভেচ্ছা জানান।

১০৬ বার ভিউ হয়েছে
0Shares