মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নেত্রকোনায় পানিতে ডুবা প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক উদ্যোগ শীর্ষক মতবিনিময় সভা

নেত্রকোনায় পানিতে ডুবা প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক উদ্যোগ শীর্ষক মতবিনিময় সভা

এ কে এম আব্দুল্লাহ্, নেত্রকোনা ; বেসরকারি সংস্থা সোসিও-ইকোনমিক এন্ড রুরাল এ্যাডভান্সমেন্ট এসোসিয়েশন (সেরা) ও ন্যাশনাল অ্যালায়েন্স ফর ড্রাউনিং প্রিভেনশন (এনএডিপি) এর উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা শহরের বঙ্গবন্ধু মোড়স্থ সেরা ট্রেনিং একাডেমিতে ‘পানিতে ডুবা প্রতিরোধে কমিউনিটি ভিত্তিক উদ্যোগ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সেরা’র নির্বাহী পরিচালক এস এম মজিবুর রহমানের সভাপতিত্বে প্রোগ্রাম ডিরেক্টর মোঃ আলী উছমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল। প্রতিপাদ্য বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনএডিপি আহবায়ক সদরুল হাসান মজুমদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার, জেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক এ কে এম আব্দুল্লাহ্, সাংবাদিক আলপনা বেগম, মোহনগঞ্জ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শান্তা, নেত্রকোণা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শারমিন শাহাজাদী, আরবানের প্রকল্প পরিচালক আবুল আরশাদ, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মোঃ রেজাউল করিম, পূর্বধলা উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, উপ আনুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রুহুল আমিন, উন্নয়ন কর্মী কে এম জামি প্রমুখ।

মত বিনিময় সভায় বক্তারা, পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে ছোট-বড় সবাইকে সাঁতার শিখানো ও তৃনমূল পর্যায়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

১১৫ বার ভিউ হয়েছে
0Shares