বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাষ্ট্রীয় সম্মানে ভুষিত হলেন বীর প্রতীক আজাদ আলী

রাষ্ট্রীয় সম্মানে ভুষিত হলেন বীর প্রতীক আজাদ আলী

১০৩ Views

বাঘা (রাজশাহী) প্রতিনিধি : সকাল থেকে বাঘার আড়ানীতে অবস্থান করছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। উদ্দেশ্য জাতির শ্রেষ্ঠ সন্তান বীর প্রতীক আজাদ আলীকে সম্মাননা দিবেন। অবশেষে ঢাকা থেকে দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে লাশ এলো আড়ানী মনোমহনী সরকারী স্কুল মাঠে। এরপর লাশ নিয়ে যাওয়া হয় আড়ানী ডিগ্রী কলেজ মাঠে। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় সম্মানে ভুষিত করলেন উপজেলা নির্বাহী অফিসারসহ স্থানীয় পুলিশ প্রশাসন। এ জানাজায় অংশ গ্রহন করেন গ্রামবাসী-সহ হাজার-হাজার মানুষ। অত:পর সেই লাশ আবার ঢাকায় নিয়ে বারিধারা গোরস্থানে শায়িত করা হয়।
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর সভার কুশবাড়িয়া গ্রামের বাসিন্দা বীর প্রতীক আজাদ আলী (৮৫)। গতকাল সোমবার (১৩ জানুয়ারী) রাত ৮.৪৫ মিনিটে ঢাকা সিএমএস হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি–রাজিউন)।বর্তমানে তিনি ঢাকার বারিধারা ডিওএইচএস বাসভবনে বসবাস করতেন। মৃত্যু কালে তিনি তার দুই ছেলে এবং এক মেয়ে রেখে মারা যান।
বাঘার মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের রনাঙ্গনে দেশের মানুষ ও তাদের জানমাল রক্ষার জন্য বীর মুক্তিযোদ্ধা আজাদ আলী নাটোরের অন্তর্গত নাবিরপাড়া, ঈশ্বরদী-রাজশাহী রেলপথ ও আবদুলপুর রেলওয়ে জংশন যাতে পাক বাহিনী ধবংস করতে না পারেন , এ জন্য তিনি এবং তার নেতৃত্বে চলা একঝাক মুক্তিযুদ্ধা নিয়মিত রেলপথ সচল রাখার দায়িত্ব পালন করেছেন। আর এটি করতে গিয়ে ৭১ এর ২২ নভেম্বরে আজাদ আলী তাঁর সহযোদ্ধাদের নিয়ে পাক সেনাদের সাথে যুদ্ধ করা অবস্থায় ছয়টি মাইন একসঙ্গে বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে আজাদ আলী তাঁর বাঁ হাতের কবজি হারিয়ে ফেলেন। এ ঘটনায় ১৬ জন পাকিস্থানী সেনা হতাহত হন। এই হাত চলে যাওয়ার পর তিনি রাষ্ট্রীয় ভাবে খেতাব অর্জন করেন বীর প্রতীক।
আজাদ আলী ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগদেন এবং মে মাসে ভারতে যান। জুনের শেষে তাঁকে মুক্তিবাহিনীতে অন্তর্ভুক্ত করে চাকুলিয়ায় প্রশিক্ষণে পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে ৭ নম্বর সেক্টরের লালগোলা সাব-সেক্টর এলাকায় বেশ কয়েকটি গেরিলাযুদ্ধে অংশ নেন তিনি।
এদিকে মঙ্গলবার দুপুর ১ টায় তাঁর নিজ এলাকা আড়ানী ডিগ্রী কলেজ মাঠে জানানা শেষে তাঁকে ফের ঢাকায় নিয়ে যাওয়া হয় এবং সেখানেও রাষ্ট্রীয় সম্মানে ভুষিত করে তাঁকে ঢাকার বারিধারা গোরস্থানে দাফন সম্পন্য করা হয়। তাঁর মৃত্যুতে শোকাহত আড়ানী ও বাঘা উপজেলা বাসী।

Share This