মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
খাগড়াছড়িতে নির্বাচনী শেষ পথসভা করেন নৌকা প্রার্থী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এপি

খাগড়াছড়িতে নির্বাচনী শেষ পথসভা করেন নৌকা প্রার্থী, কুজেন্দ্র লাল ত্রিপুরা এপি

বিটন চৌধুরী। জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি।খাগড়াছড়িতে নির্বাচনী শেষ পথসভা করেছে গত দুইবার সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এপি। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়।

দুপুর থেকে পৌরসভার নয় ওয়ার্ড ছাড়া বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা মিছিলসহ কারে শহরের শাপলা চত্বর মুক্ত মঞ্চে চারপাশ ভরে যায়।পথসভায় খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, ছোট-বড়, গরীব সবার সাথে বৈষম্যহীনভাবে এগিয়ে যাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর শিক্ষা।উন্নয়নে সমৃদ্ধ, সম্প্রীতিতে সম্পূর্ণ পার্বত্য চট্টগ্রাম গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সুযোগ্য কন্যা- দেশরত্ন- শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান চাইথোঅং মারমা, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. আশুতোষ চাকমা, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম।

জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক নুরুল আজম সঞ্চালনায় পথসভায় জেলা আওয়ামীলীগ নেতা যথাক্রমে হাজী রফিক আহাম্মদ, নুর হোসেন চৌধুরী, ছালেহ আহাম্মদ, চন্দন কুমার দে, মো. শওকতুল ইসলাম, মনির আহাম্মদ, পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ হোসেন ও সাধারণ সম্পাদক পরিমল দেবনাথ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল, জেলা ছাত্রলীগের আহ্বায়ক উবিক মোহন ত্রিপুরা উপস্থিত ছিলেন।

তাছাড়া পৌরসভার নয় ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS