মঙ্গলবার- ২রা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
 সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

 সিরাজগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে কারণ দর্শানো নোটিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে কারণ দর্শানো নোটিশ  দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারী) বিকেলে নির্বাচনী অনুসন্ধান কমিটি কর্মকর্তা যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের (শাহজাদপুর) বিচারক মামুন-অর-রশিদ তাদের এ নোটিশ দেন।
শাহজাদপুর যুগ্ন জেলা দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা এ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই তিন শিক্ষককে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য ওই নোটিশে বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ পাওয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক হলেন- অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, প্রভাষক সৈয়দ আশরাফ ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফখরুল ইসলাম।  প্রত্যেক শিক্ষককে পৃথকভাবে পাঠানো কারণ দর্শানো ওই নোটিশে বলা হয়েছে, আপনি (আপনারা) একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে নির্বাচনী কর্মসূচি বা কর্মকান্ড পরিচালনা করেছেন। যার ভিডিও ফুটেজ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাকে সরবরাহ করা হয়েছে। ওই নোটিশে আরও বলা হয়, আপনার/আপনাদের এমন কর্মকান্ডে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন বলে বিবেচিত হয়েছে। এ আইন ভঙ্গের কারণে কেন আপনার/আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে শুক্রবার (৫ জানুয়ারি) বিকেল ৩ টায়  স্বশরীরে নিম্ন স্বাক্ষরকারীর খাসকামরায় ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো। এদিকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অভিযুক্ত ওই তিন শিক্ষকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী  বলেন শোকজের বিষয়টি শুনেছি।
২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS