শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন লোগাং ইউপি

পানছড়িতে বঙ্গবন্ধু অনুর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন লোগাং ইউপি

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি ২২জুন’২০২৩  :: পানছড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক অনুর্ধ্ব’১৭ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২২’জুন বৃহষ্পতিবার বিকাল ৩’টা থেকে উপজেলা পরিষদ মাঠে এই দৃষ্টিনন্দন ফাইনাল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় ১নং লোগাং ইউপি ও ৩নং পানছড়ি ইউপি। সেয়ানে সেয়ানে লড়াইয়ের এই খেলায় লোগাং ইউপি ২-১ গোলে পানছড়ি ্ইউপিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ উপস্থিত থেকে দু’দলের দৃষ্টিনন্দন খেলা উপভোগ করেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি ও মেডেল প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: ইব্রাহিম খলিল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো: কফিল উদ্দিন, ইউপি চেয়ারম্যান জয় কুমার চাকমা, আনন্দ জয় চাকমা, উচিত মনি চাকমা ও ভুমিধর রোয়াজা প্রমুখ।

এই টূর্ণামেন্টে উপজেলার ৫’ইউপির ৫টি দল অংশ নিয়েছিল। অংশগ্রহনকারী ৫টি দলের জন্য বুট ও জার্সি সরবরাহ করে ক্ষুদে খেলোয়াড়দেও মন জয় করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। তিনি বলেন উক্ত টূর্ণামেন্ট থেকে উদীয়মান তরুণ খেলোয়াড় বাছাই করে স্বচ্ছ সুন্দর একটি অনুর্ধ্ব’১৭ দল গঠন করাই আমাদের মুল লক্ষ্য।

৬০১ বার ভিউ হয়েছে
0Shares