শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সাপাহারে নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু 

সাপাহারে নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের প্রশিক্ষণ শুরু 

হাফিজুল হক, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ আজ রোববার (২৪ ডিসেম্বর) শুরু হয়েছে। শিক্ষকদের সাত দিনের এ প্রশিক্ষণ চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
রোববার সকাল ১০ টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে, “ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম” মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সার্বিক ব্যবস্থাপনায়-সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রশিক্ষণ এর উদ্বোধন করেন নওগাঁ জেলা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিদর্শক নাজমুল হোসেন।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাজমা আক্তার, হিসাব রক্ষক তোজাম্মেল হোসেন প্রমুখ।
উপজেলা পর্যায়ে  ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় স্কুল মাদ্রাসা ও কারিগরির অষ্টম ও নবম বিষয় ভিত্তিক শ্রেণী ৭৬৬ জন ইআইআইএন-ধারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে এ শিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
৮৭ বার ভিউ হয়েছে
0Shares