বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলা-৩ আসন: নৌকা প্রতীক নিয়ে শাওন, সাইকেলে স্ত্রী

ভোলা-৩ আসন: নৌকা প্রতীক নিয়ে শাওন, সাইকেলে স্ত্রী

লালমোহন প্রতিনিধি ॥ ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে ৪র্থবারের মতো আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনবারের সংসদ-সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এবার তার সঙ্গে স্ত্রী ফারজানা চৌধুরী জাতীয় পার্টি (জেপি) থেকে সাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় টিকে গেছেন। মনোনয়নপত্র যাচাই-বাছাই করে রোববার ভোলা-৩ আসনের ৫ প্রার্থীরই মনোনয়ন ফরমই বৈধ ঘোষণা করে জেলা রিটার্নিং অফিসার।

এই আসন থেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জেপি, বাংলাদেশ কংগ্রেস ও স্বতন্ত্র প্রার্থী হিসাবে তারা মনোনয়ন ফরম জমা দেন। বাকি প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি (এরশাদ) মাওলানা কামাল উদ্দিন, বাংলাদেশ কংগ্রেস (ডাব) অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সাবেক এমপি মেজর (অব.) জসিম উদ্দিন ফরম জমা দেন।

২৯ বার ভিউ হয়েছে
0Shares