শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলার-বোরহানউদ্দিনে মডেল মসজিদ উদ্বোধন

ভোলার-বোরহানউদ্দিনে মডেল মসজিদ উদ্বোধন

ভোলা প্রতিনিধিঃ ভোলার-বোরহানউদ্দিন উপজেলায় দৃষ্টিনন্দন নব-নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করা হয়। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে চতুর্থ ধাপে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নব-নির্মিত বাংলাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের সাথে বোরহানউদ্দিনের মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বোরহানউদ্দিন উপজেলায় এ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ¦ আলী আজম মুকুল এমপি, বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহি অফিসার নওরীন হক, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার( ভুমি) মুন্নী ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি মো. জসিম উদ্দিন হায়দার, প্রবীণ শিক্ষক আলহাজ¦ আ: মন্নান, ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াছমিন, থানা অফিসার ইন-চার্জ মো. মনির হোসেন মিয়া প্রমূখ সহ জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আলেমসহ মুসল্লিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বোরহানউদ্দিন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে’র ফলক উম্মোচন করেন ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল। এর পর দোয়া মোনাজাত করা হয়।

৪২ বার ভিউ হয়েছে
0Shares