শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ’র ৪ নেতা-কর্মীর মৃত্যু

পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ’র ৪ নেতা-কর্মীর মৃত্যু

প্রতিনিধি (পানছড়ি)খাগড়াছড়ি, : খাগড়াছড়ি জেলার পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ (প্রসীতপন্থী) ৪ নেতা-কর্মী নিহত হয়েছে। নিহতের মধ্যে রয়েছেন ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফ সদস্য রুহিনসা ত্রিপুরা। এ ছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছে। দুর্বৃত্তরা দুইজনকে ধরে নিয়ে যায় বলে ইউপিডিএফ’র দাবী। ১২ ডিসেম্বর (সোমবার) রাত আনুমানিক দশটার দিকে উপজেলার ১নং লোগাং ইউপির অনিল পাড়ায় এ ঘটনা ঘটনা বলে জানা যায়। ইউপিডিএফ ঘটনার দাবী করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোন কিছু নিশ্চিত করা হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি জেলা ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল তাই সেখানে তারা অবস্থান করছিল। ইউপিডিএফ গণতান্ত্রিক এ ঘটনা ঘটিয়েছে বলে তাদের দাবী।

পানছড়ি থানার ওসি মো: সফিউল আজম জানান, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাছাড়া কেউ কোন অভিযোগ নিয়েও আসেনি। বিষয়টি নিশ্চিত হলে বিস্তারিত জানানো যাবে।

৩২ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS