বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ “আপনার চোখকে ভালবাসুন, কর্মস্থলেও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ অক্টোবর বৃহস্পতিবার সিভিল সার্জন অফিসের আয়োজনে কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস ২০২৩ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের বাস্তবায়নে “জেলায় একিভূত চক্ষু সেবা কর্মসূচী” এর আওতায় সাইটসেভার্সের সহযোগিতায় বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ১২ অক্টোবর’ বৃহস্পতিবার সকালে একটি বণার্ঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষ্যে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ মোঃ মনজুর এ-মুর্শেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ লুৎফর রহমান, মেডিকেল অফিসার ডাঃ আ ন ম গোলাম মোহাইমেন, প্রধান সহকারী মোঃ সফিয়ার রহমান, পরিসংখ্যানবিদ আঁখের আলী খন্দকার, এন্টো টেকনিশিয়ান সিরাজুল ইসলাম, উলিপুর মরিয়ম চক্ষু হাসপাতালের প্রোগ্রাম কো-অর্ডিনেটর হাসিমুল হাসান, জেলা একিভূত চক্ষু সেবা কর্মসূচীর সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, অর্গানাইজার মোস্তাফিজার রহমান ও এনামুল হক সহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

৯৯ বার ভিউ হয়েছে
0Shares