শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুুড়িগ্রামে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় অফিসার চয়েজ নামের ৮০ বোতল মদ সহ আটক ১

কুুড়িগ্রামে ডিবি পুলিশের অভিযানে ভারতীয় অফিসার চয়েজ নামের ৮০ বোতল মদ সহ আটক ১

বুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ  কুড়িগ্রাম সদর উপজেলায় ৮০ বোতল ভারতীয় মদ সহ ১ জনকে আটক করেছে কুড়িগ্রাম গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ। গত ২২ মে রাতে কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান আশিক এর নেতৃত্বে এস আই আমিনুল হক ও এসআই আলাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে গড়েয়ার পাড় (দুধকুমার নদী সংলগ্ন) এলাকা থেকে ভারতীয় অফিসার চয়েজ নামের ৮০ বোতল মদ সহ ১ জনকে আটক করে।
আটককৃত আসামী  হলেন, সদর উপজেলার মাঠের পাড় গ্রামের আজগার আলীর ছেলে দুলাল হোসেন  (২২)। অন্য আর একজন পালিয়ে যায়।
কুড়িগ্রাম ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুর রহমান আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
২৬ বার ভিউ হয়েছে
0Shares