বুধবার, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিরল হাসপাতালে রোগীদের চিকিৎসার খোঁজ নিয়ে ফল বিতরণ

বিরল হাসপাতালে রোগীদের চিকিৎসার খোঁজ নিয়ে ফল বিতরণ

Views

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)॥ বোচাগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি, আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থার বিভাগীয় পরিচালক, বাংলাদেশ আখ চাষী ইউনিয়ন জাতীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক- কর্মচারি ফেডারেশন কেন্দ্রীয় কমিটির চিনিকল প্রতিনিধি, ২৪ ঘন্টা টেলিভিশনের পরিচালক ও দৈনিক জাতীয় শেষ সংবাদ এর সহ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন জাতীয় নাগরিক পার্টির প্রচারণার পাশাপাশি আগামীদিনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হওয়ার লক্ষ্যে পবিত্র রমজান মাসে বিরল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের চিকিৎসা কাজের সার্বিক খোঁজ খবর নেন এবং রোগী ও স্বজনদের মাঝে ফল বিতরণ করেন।
মঙ্গলবার বিকেলে তিনি গত জুলাই-আগস্টের বিপ্লবে সকল বীর শহীদদের রুহের মাগফিরাত ও আহত বীরযোদ্ধাদের দ্রুত আরোগ্যর জন্য দোআ কামনা করেন।

Share This

COMMENTS