শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
সিংড়াসহ জেলা জুড়ে নানা আয়োজনে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সিংড়াসহ জেলা জুড়ে নানা আয়োজনে শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাটোর প্রতিনিধি : শোভাযাত্রা , সমাবেশ ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নাটোরের সিংড়াসহ জেলা জুড়ে পালন করা হয়েছে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ।

বৃহস্পতিবার সকালে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট মাঠে সমাবেশে মিলিত হয়।

এ সময় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সরকার শ্রমিকদের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নিতে সক্ষম হয়েছে বলেই শ্রমিকরা আর্থিক ও সামাজিক ভাবে প্রতিষ্ঠিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও শ্রমিকদের মূল্যায়ন করতেন, ভালবাসতেন। তার বক্তব্যে সেই স্বীকৃতিও তিনি দিয়ে গেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জাহাঙ্গীর আলম, আশরাফুল ইসলাম স্বপন, স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান ইমামসহ অন্যরা ‌।

এছাড়া দিবসটি উপলক্ষে নাটোর সদর সহ প্রতিটি উপজেলায় নানা কর্মসূচি পালন করা হয়েছে।

১২২ বার ভিউ হয়েছে
0Shares