বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

নাটোরে দাঁড়িয়ে থাকা বাসে দুর্বৃত্তের আগুন

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের ভবানীগন্জ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।আজ রোববার ভোরে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয় বলে জানায় স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর-বগুড়া মহাসড়কের ভবানীগঞ্জ মোড় এলাকায় মুক্তিসেনা নামে যাত্রীবাহী একটি বাস দাড়িয়ে ছিল। ভোরে কয়েকটি মোটরসাইকেল নিয়ে এসে কয়েকজন দুর্বৃত্ত ওই বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশের খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, দুর্বৃত্তদের সনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।#
৪৪ বার ভিউ হয়েছে
0Shares