শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটায়ারীতে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ( ০৯ অক্টোবর) দুপুওে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া, পল্লীবিদ্যুৎ আটোয়ারী সাবজোন অফিসের সহকারী ব্যবস্থাপক তারিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহ্, আবু জাহেদ, মোজাক্কারুল আলম (কচি) ও আলহাজ¦ দেলোয়ার হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমলেশ চন্দ্র ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আটোয়ারী উপজেলা শাখার সভাপতি মনোজ রায় হিরু, সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র ঘোষ(ভানু) প্রমুখ।
এসময় উপজেলার ৬ ইউনিয়নের ৩০ টি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। আলোচনার মধ্যে অন্যতম বিষয়গুলো হলো ;প্রতিমা নির্মাণ স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা,পূজামন্ডপগুলোতে নিরাপত্তার লক্ষ্যে কমিটির নিজ উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপন,সার্বক্ষনিক নিরাপত্তার জন্য পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে পূজা কমিটি কর্তৃক নিজস্ব স্বেচ্ছাসেবক দল মোতায়েন করা,পূজামন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রæত আইনানুগ ব্যবস্থা নেওয়া,আজান ও নামাজের সময় মাইকের আওয়াজ নিয়ন্ত্রণে রাখা,যে কোন অনাকাঙ্খিত পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা/ জেনারেটরের ব্যবস্থা করা,নির্ধারিত সময়ে এবং নির্ধারিত স্থানে প্রতিমা বিসর্জন দেওয়া।
এসময় বক্তারা ধর্মীয় রীতিনীতি অনুসারে প্রতিটি পূজামন্ডপে দুর্গোৎসব পালনের পাশাপাশি সরকারি

১৪৫ বার ভিউ হয়েছে
0Shares