শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
বোদা পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ

বোদা পৌর নির্বাচনের প্রতীক বরাদ্দ

পঞ্চগড় : আগামী ২৯ ডিসেম্বর ২য় বারের মত অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চগড়ের বোদা পৌর নির্বাচনকে ঘিরে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা নির্বাচন কার্যালয়ে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠানে জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর স্বস্ব প্রার্থীদের প্রতিক বরাদ্দ করেন।
জানা যায়, নির্বাচনে মেয়র প্রার্থী ৪ জন, সংরক্ষিত পুরুষ আসনে ২৯ জন ও নারী আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আর এই নির্বাচনে ৯টি ভোট কেন্দ্রের ৪৮ টি ভোট কক্ষে পৌর সভার ১৪ হাজার ৫১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫১ জন ও নারী ভোটার ৭ হাজার ৪৬১ জন।
এদিকে প্রতীক পেয়ে প্রার্থিরা তাদের জয়ের প্রত্যাশা করে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং নির্বাচনী এলাকায় প্রচার প্রচারণাও শুরু করেছেন।
সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হবে। এবং প্রতিটি ভোট কেন্দ্রে সিসি টিভির আওতায় পর্যবেক্ষণ হবে।

১১৭ বার ভিউ হয়েছে
0Shares