বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পল্লী কবি রাধাপদ রায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কলমাকান্দায়

পল্লী কবি রাধাপদ রায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কলমাকান্দায়

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি :  নেত্রকোনার কলমাকান্দায় পল্লীকবি রাধাপদ রায়ের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে বৈরী আবহাওয়ার মধ্যে আধা ঘন্টাব্যাপি উপজেলা মোড়ে কলমাকান্দা সাহিত্য ও সংস্কৃতি ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কলমাকান্দা সাহিত্য ও সংস্কৃতি ফোরামের প্রধান উপদেষ্টা কবি ও বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম মঞ্জুরুল হক তারা, সভাপতি বকুল মাস্টার, সিনিয়র সহ-সভাপতি শিক্ষক এ, কে, এম, শাহ্জাহান কবির ও সাধারণ সম্পাদক নাট্যশিল্পী শিক্ষক অঞ্জন সরকার বাবন প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এমন নির্বিবাদী, বয়োজ্যেষ্ঠ এ মানুষটির ওপর গত ৩০ সেপ্টেম্বর শনিবার সকালে বর্বরোচিত হামলা চালিয়ে মারাত্মকভাবে জখম করেছে স্থানীয় দুই দুর্বৃত্ত মো. রফিকুল ইসলাম ও কদুর আলী। এই ধরনের হামলা আমাদের বাঙালি সংস্কৃতির ওপর হামলা। পুলিশ ইতিমধ্যে প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে। অনতিবিলম্বে ঘটনায় জড়িত বাকী আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS