শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
কুড়িগ্রামে চাঁদাবা‌জির মামলায় যুবদল নেতা ‘নাজমুল’ গ্রেফতার

কুড়িগ্রামে চাঁদাবা‌জির মামলায় যুবদল নেতা ‘নাজমুল’ গ্রেফতার

মোঃ বুলবুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধিঃ চাঁদাবা‌জির মামলায় কু‌ড়িগ্রাম জেলা যুবদ‌লের নেতা নাজমুল হক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ। বুধবার (১৭ মে) দিবাগত রা‌তে কু‌ড়িগ্রাম সদ‌রের কাঁঠালবাড়ী থে‌কে তাকে গ্রেফতার করা হয়।
সদর থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) খান মো.শাহ‌রিয়ার এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।নাজমু‌লের বিরু‌দ্ধে আদাল‌তের গ্রেফতা‌রি পরোয়ানা ছিল। তি‌নি কু‌ড়িগ্রাম জেলা যুবদ‌লের সহ যোগা‌যোগ বিষয়ক সম্পাদক ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।
ত‌বে জেলা যুবদ‌লের সভাপ‌তি রায়হান ক‌বির জা‌নি‌য়ে‌ছেন, নাজমুল জেলা যুবদ‌লের আ‌গের ক‌মি‌টি‌তে ছি‌লেন।  বর্তমান ক‌মি‌টি‌তে তার কোনও প‌দে নেই। বর্তমা‌নে তার সা‌থে যুবদ‌লের কোনও সম্পর্কও নেই।
পু‌লিশ জানায়, যুবদল নেতা নাজমুলের বিরু‌দ্ধে কাঁঠালবাড়ী বাঙটুরঘাট এলাকায় এক ঠিকাদা‌রের কা‌ছে চাঁদা দা‌বির অ‌ভি‌যো‌গে মামলা ছিল। ২০২২ সা‌লের ওই মামলায় নাজমুলের বিরু‌দ্ধে গ্রেফতা‌রি প‌রোয়ানা জা‌রি ক‌রে আদালত। ‌কিন্তু তি‌নি পলাতক ছি‌লেন। বুধবার রা‌তে তার অবস্থান নি‌শ্চিত হয়ে তা‌কে গ্রেফতার ক‌রে পু‌লিশ।ও‌সি খান মো.শাহ‌রিয়ার ব‌লেন, গ্রেফতার নাজমুল‌কে বৃহস্প‌তিবার আদাল‌তে সোপর্দ করা হ‌বে।
৮৭ বার ভিউ হয়েছে
0Shares