বৃহস্পতিবার- ২৭শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৩ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলায় মেঘনার ভাঙ্গন আতংকে শিবপুর বাসি

ভোলায় মেঘনার ভাঙ্গন আতংকে শিবপুর বাসি

মিজানুর রহমান-ভোলা জেলা প্রতিনিধিঃ মেঘনা ভোলার অংশে কাচিয়া, ধনিয়া, শিবপুর ও মেদুয়া ইউনিয়নে প্রায়ছিল চর। ¯্রােত ছিল মাঝ মেঘনায়। ভোলাকে মেঘনায় গিলে খাবে এমন ধারনা ছিলনা শিবপুর বাসির। কিন্তুু বালু খেকোরা কাচিয়া, ধনিয়া ও শিবপুর অংশের মাঝের চর থেকে ড্রেজার দিয়ে হাজার হাজার কোটি ফুট বালু কেটে বলগেটে করে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে অনেকে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। বালু কেটে নেয়ার ফলে মেঘনার ¯্রােত আঘাত হানে শিবপুরের উপরে। ঘুর্নায়মান ¯্রােতে জমিতে বড় বড় ফাটল ধরে আস্তে আস্তে এলাকার পর এলাকা মেঘনায় তলিয়ে যাচ্ছে। শিবপুরের কোল ঘেষে ¯্রােতে – ৬০, থেকে ১৩০ হাত পর্যন্ত গভীরতার সৃষ্টি হয়েছে বলে জানান এলাকাবাসি। হুমকির মুখে পরেছে ভোলা শহর। এখন ভাঙ্গন রোধের ব্যাবস্থা করা না হলে পথে বসতে হবে কয়েক লক্ষ্য মানুষকে, এমনটি জানালেন ভাঙ্গনের মুখে পরা ভুক্ত ভুগীরা। বর্তমানে আতংকের মধ্যে রয়েছেন শিবপুর বাসি। সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব ইউনুছ মিয়া জানান, ভোলা সকল ইউনিয়ন শহর রক্ষাবাধের আওতায় আসলেও শিবপুর ইউনিয়ন আসেনি, শিবপুর প্রকট আকারে ভাঙ্গন দেখা দিয়েছে, অনেক জমি, ঘর-বাড়ি নদী গর্ভে বিলিন হয়ে গেছে, শিবপুর ভাঙ্গন প্রতিরোধ করা না হলে ভোলা শহর থাকবেনা। হাজার হাজার পরিবার পথে নেমে যেতে হবে। তাড়া তাড়ি কর্তৃপক্ষ ভাঙ্গন রোধে ব্যবস্থা নিবেন এই আমার দাবী।

ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাসানুজ্জামান জানান, শিবপুর অংশ ভাঙ্গন দেখা দিয়েছে, আমরা ওই এলাকার প্রকল্প গ্রহন করে কতৃপক্ষের কাছে পাঠিয়েছি, আর সব অংশের সাথে শিবপুরও অংশকের সমান প্রডাক্সন দেয়া হবে।

৮১ বার ভিউ হয়েছে
0Shares