মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ভোলা প্রেসক্লাব সাবেক সম্পাদক সাংবাদিক অধ্যক্ষ হুমায়ুন কবিরের দাফন সম্পন্ন

ভোলা প্রেসক্লাব সাবেক সম্পাদক সাংবাদিক অধ্যক্ষ হুমায়ুন কবিরের দাফন সম্পন্ন

ভোলা প্রতিনিধিঃ ভোলা প্রেসক্লাবের সাবেক সফল সম্পাদক, লায়ন্স হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক ইনকিলাব, আমার দেশ ও চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি, সাংবাদিক মোঃ হুমায়ুন কবির ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৬০ বছর। গতকাল মঙ্গলবার সকালে তার বাড়ির সামনের মুসলিম পাড়া ওসমানিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন, জাতীয় ও স্থানীয় বিশিষ্টজনরা। তিনি গত এক সপ্তাহ ধরে বাংলাদেশ হার্ড ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় সোমবার ৩১ অক্টোবর দুপুর ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার এক মাত্র ছেলে, স্ত্রী ও অনেক গুণ আগ্রহী রেখে গেছেন। মঙ্গলবার সকাল ৯ টায় মুসলিম পাড়া ওসমানিয়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার জানাজায় হাজার হাজার মুসল্লিরা অংশগ্রহন করেন। মরহুমের মৃত্যুতে শোক ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহীম। বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর, বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ,সাধারণ সম্পাদক হারুনুর অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপি’র সহ-সভাপতি রাইসুল আলম, ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির সোপান, ইয়ারুল আলম লিটন, আজকের ভোলার সম্পাদক সাংবাদিক আলহাজ্ব শওকাত হোসেন, সাংবাদিক এ্যাড. সাহাদাৎ হোসেন শাহীন, সাংবাদিক মিজানুর রহমান, দ্বীপকন্ঠের সম্পাদক সাংবাদিক ইউনুছ শরীফ, জেলা যুবদল সভাপতি জামাল উদ্দিন লিটন, সহসভাপতি ফখরুল আলম ফেরদাউস, সাধারন সম্পাদক আঃকাদের সেলিম প্রমুখ।

৩৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS