শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
ল²ীছড়িতে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের পাহাড়ি ছাত্র পরিষদের সংবর্ধনা

ল²ীছড়িতে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের পাহাড়ি ছাত্র পরিষদের সংবর্ধনা

বিটন চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি। খাগড়াছড়ির ল²ীছড়িতে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ল²ীছড়ি উপজেলা শাখা। আজ শনিবার (২৬ আগস্ট) সকাল ১০টায় শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে পিসিপির ল²ীছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জয় সেন চাকমার সভাপতিত্বে ও তথ্য প্রচার সম্পাদক রিপল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর ল²ীছড়ি ইউনিটের সংগঠক বিবেক চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, চবি শাখার সাধারণ সম্পাদক রোনাল চাকমা ও খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক প্রাঞ্জল চাকমা।

অনুষ্ঠানে ল²ীছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এসএসসি কৃতকার্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পিসিপির সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা বলেন, একজন ছাত্র জ্ঞান চর্চা করার মাধ্যমে আগামীর জন্য নিজেকে গড়ে তোলে। দেশ, জাতি ও সমাজকে সঠিক দিক নির্দেশনা প্রদান করে থাকে। জাতি গঠনের অগ্রণী ভ‚মিকা পালন করে। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে।

রিতা চাকমা বলেন, ডিগ্রি অর্জনের চাইতে মনুষ্যত্ববোধ গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের জনগণের ইতিহাস জেনে সচেতন হতে হবে। কালিন্দী রাণী, রুণু খাঁ’দের মতো জাতীয় মহীয়সীদের জীবন এবং কর্ম চিনতে হবে, জানতে হবে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বই উপহার প্রদান করা হয়।

৩৭ বার ভিউ হয়েছে
0Shares