শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
মানিকছড়িতে ৯৫৪ পরিবারের পেল সৌর বিদ্যুৎ

মানিকছড়িতে ৯৫৪ পরিবারের পেল সৌর বিদ্যুৎ

বিটন চৌধুরী, খাগড়াছড়ি প্রতিনিধি। পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প-২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার দূর্গম এলাকার বাটনাতলী ইউনিয়নে সোলার তালিকা  বিদ্যুৎ সুবিধাবঞ্চিত ৯৫৪ পরিবারের মাঝে সৌর বিদ্যুৎ সোলার বিতরণ উদ্বোধন করেন খাগড়াছড়ি সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।

কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, পাহাড়ের প্রতিটি ঘর আলোকিত হবে। পার্বত্যবাসী আলোকিত সব সময়। কারন বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে পার্বত্যবাসীর প্রতি। তাই যেখানে বিদ্যুতের আলো যাইনি সেখানে সোলার এর আলোতে জ্বলে উঠবে।

শনিবার(৩ মে) বিকেলে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বাটনাতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯শ ৫৪টি পরিবারের মাঝে এ সোলার হোম সিস্টেম বিতরণ করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, মানিকছড়ি  উপজেলা চেয়ারম্যাম মো. জয়নাল আবেদীন, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার,।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,
জেলা পরিষদের সদস্য মো. মাঈন উদ্দীন, জেলা পরিষদ সদস্য এম.এ.জব্বার, শাহিনা আক্তার, শুভ মঙ্গল চাকমা, ইউএনও রক্তিম চৌধুরী, সহকারী কমিশনার(ভূমি)রুম্পা ঘোষ।

এ সময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উপ-সচিব ও সদস্য বাস্তবায়ন কমিটির সদস্য মো. হারুন-অর-রশিদ’র সভাপতিত্বে

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্প -২য় পর্যায়” শীর্ষক প্রকল্পের ৯শ ৫৪টি পরিবার উপকারভোগীদের মাঝে সোলার হোম সিস্টেম বিতরণ করা হয়।

পরে অতিথিরা এক এক করে সোলার সিস্টেমে সুবিধাভোগীর হাতে তোলেদেন।

৫১ বার ভিউ হয়েছে
0Shares