শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়ির সারিবালা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পানছড়ির সারিবালা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি) ; খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা চেংগী সারিবালা মহাবিদ্যালয় উপজেলার একটি স্বনামধণ্য শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে উপজেলার সকল সম্প্রদায়ের শিক্ষার্থীর একটি মিলনমেলা। এ প্রতিষ্ঠানে প্রতিবছরের ন্যায় এবারেও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। এর আয়োজক ছিল চেংঙ্গী সারিবালা স্মৃতি মহাবিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে ১৭’আগষ্ট বৃহস্পতিবার সকাল দশ’টা থেকে কলেজ মিলনায়তনে আয়োজন করা হয় সংবর্ধনা অনুষ্ঠানের। কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক শুভাশীষ চাকমার সঞ্চালিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ কিরণ চাকমা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিক্ষার্থীদের মাঝে দিক নির্দেশনামুলক বক্তব্য তুলে ধরেন। পরিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যাদি উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভুমি) আহমেদ হাছান। অনুষ্ঠানে পরিক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেয়া হয়। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: লোকমান হোসেন, উপজেলা ্আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব ও ২নং চেংগী ইউপি চেয়ারম্যান আনন্দজয় চাকমা।

২০ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS