সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে বোরো ধান সংগ্রহ শুরু

পানছড়িতে বোরো ধান সংগ্রহ শুরু

প্রতিনিধি (পানছড়ি) খাগড়াছড়ি ; খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। ২৮’মে রবিবার দুপুর বারটায় পানছড়ি খাদ্য গুদাম এলাকায় ধান সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা ধান সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এর শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: নাজমুল ইসলাম মজুমদার, উপজেলা খাদ্য কর্মকর্তা মো: কফিল উদ্দিন, ওসি.এল.এস.ডি মনি শংকর চাকমা প্রমুখ।

জানা যায়, সরকারকে বোরো ধান দিতে স্থানীয় পর্যায়ের ৭৬জন কৃষক এফসের মাধ্যমে লটারীতে অংশ নেয়। এতে ত্রিশ জন ভাগ্যবান কৃষক এই সুযোগ পায়। বোরো ২০২৩ মৌসুমের ৯০ মেট্রিকটঁন ধান তারা সরকারের কাছে প্রতিমন ১২০০ টাকা দরে বিক্রি করবে। উদ্বোধনী দিনে ধান দিতে আসা উপজেলার দমদম এলাকার কৃষক মনির হোসেন জানায়, সরকার আমাদের ভালো দাম দিচ্ছে এতে আমরা খুশী। ধানের গুনগত মান যাচাইয়ের জন্য আদ্রতা পরিমাপক যন্ত্র ব্যবহারের মাধ্যমে ধান বুঝে নিচ্ছে পানছড়ি খাদ্য গুদাম কর্তৃপক্ষ।

১৪ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS