মঙ্গলবার- ১৮ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -৪ঠা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের সকলের প্রচেষ্টা অপরিহার্য প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিক

পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের সকলের প্রচেষ্টা অপরিহার্য প্রতিষ্ঠাবার্ষিকীতে ইউপিডিএফ গণতান্ত্রিক

বিটন চৌধুরী। জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি। খাগড়াছড়ির আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক) ৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে। আজ বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় শহরের মধুপুরবাজার এলাকার কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে এ সংগঠনটি।

জুম্ম জাতির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে ঐক্যবদ্ধ হোন ¯েøাগানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের আত্মত্যাগীদের স্মরণ করে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

ইউপিডিএফ গণতান্ত্রিকের খাগড়াছড়ি জেলা সভাপতি আলোকময় চাকমার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা। এতে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সহ-সভাপতি চার্মিং চাকমা, সাধারন সম্পাদক মিটন চাকমা, স্থানীয় মেম্বার কান্তি লাল চাকমা, সমাজ সেবক শক্তি নন্দ চাকমাসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা পার্বত্য চুক্তি জুম্ম জাতির কল্যাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই। পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি বাস্তবায়নের সকলের প্রচেষ্টা অপরিহার্য। চুক্তি বাস্তবায়ন করতে হলে পাহাড়ের আঞ্চলিক সংগঠনের নেতাদের নেতৃত্ব দিতে হবে। রাজনৈতিক পরিবেশ যাথে শান্তিপূর্ণ না থাকে সে লক্ষ নিয়ে স্বার্থনীশি একটি মহল সক্রিয় থাকে। তাই সকলের মধ্যে ঐক্য এবং সংঘাত নয়। শান্তির পথে হাটটে হবে।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS