বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়ি বাজার দেবালয়ে ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ

পানছড়ি বাজার দেবালয়ে ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ১৩ মার্চ ২০২৩ পঞ্চম দোল মহোৎসব উদযাপন উপলক্ষে পানছড়িতে চলছে ষোড়শপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ। পানছড়ি উপজেলার সকল সনাতনী সমাজের সার্বিক সহযোগিতায় পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয়ে চলছে এই ধর্মীয় অনুষ্ঠান। এই উপলক্ষে পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয়কে সাজানো হয়েছে বর্ণিল সাজে। পানছড়ি বাজার প্রবেশ মুখে ও মন্দির প্রাঙ্গনে বাহারী সাজে সাজানো হয়েছে দুটি দৃষ্টিনন্দন গেইট।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাক-ঢোলের ধ্বনি আর বাঁশির সুরে মুখরিত করে রেখেছে পানছড়ি বাজার কেন্দ্রীয় দেবালয়ের কীৰ্ত্তনীয় কমিটি। উপচেপড়া দর্শনার্থীর আগমনে মুখরিত মন্দির এলাকা। মহানামযজ্ঞ পরিচালনা কমিটির সভাপতি প্রিয়লাল সাহা ও সাধারণ সম্পাদক ডালিম দাশ জানান, মন্দির প্রাঙ্গনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। আগামী ১৪ মার্চ মঙ্গলবার পর্যন্ত চলবে এই উৎসব।

৬০ বার ভিউ হয়েছে
0Shares