শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পানছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি, ২’মার্চ ২০২৩ ::খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামানের পানছড়ি আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক ছিল উপজেলা প্রশাসন। (২’ফেব্রæয়ারী) বৃহষ্পতিবার সকাল দশটা থেকে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমার সঞ্চালিত সভায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান বলেন, প্রথমে আমাদের শিক্ষিত হতে হবে। বাল্য বিবাহ ও মাদককে না বলতে হবে। যারা ভুমিহীন তারা সকলেই প্রধানমন্ত্রীর উপহারের ঘর পারে। পানছড়িতে যে শিক্ষক স্বল্পতা রয়েছে সেটা কেটে যাবে। তাছাড়া রাস্তা-ঘাটের ব্যাপারেও দ্রæত পদক্ষেপ নেয়া হবে। আপনাদের সেবা দিতেই আমার পানছড়িতে আসা। আপনারা উন্নয়নের প্রস্তাব দিন ইনশাল্লাহ সহযোগিতার হাত বাড়াবো। এ সময় বক্তব্য প্রদান করেন, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা, পানছড়ি সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আব্দুল মোমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহাম্মদ, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বকুল চন্দ্র চাকমা প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, হেডম্যান-কার্বারী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। মত বিনিময় শেষে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

৩৮ বার ভিউ হয়েছে
0Shares