শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

পানছড়িতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি : এবারের মে দিবসের প্রতিপাদ্য ছিল “শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”। বিশে^র শ্রমজীবি মানুষের অধিকার আদায়ের এই দিনে পানছড়ি উপজেলা শ্রমিক লীগ সাজিয়েছিল নানান আয়োজন। যার শুরুতেই ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে নয়’টা থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মোমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক উৎপল চৌধুরী (উজ্জ¦ল) যুবলীগের সাধারণ সম্পাদক মো: নাজির হোসেন একটি বর্ণাঢ্য রাালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন। র‌্যালী পরবর্তী আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগ সভাপতি মো: আবদুল হাই। এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন। আলোচনায় বক্তারা বলেন, শিল্প ও শ্রমবান্ধব বর্তমান সরকার শ্রমিকের সার্বিক কল্যাণ সাধন ও দক্ষতা বৃদ্ধিতে একনিষ্ট ভাবে কাজ করে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ৩নং পানছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ওবায়েদুল হক আবাদ, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান মো: আহির উদ্দিন প্রমুখ।

৪২ বার ভিউ হয়েছে
0Shares