সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে রপ্তানীযোগ্য আমবাগান পরিদর্শণে কৃষি সচিব

নাচোলে রপ্তানীযোগ্য আমবাগান পরিদর্শণে কৃষি সচিব

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানীযোগ্য আমবাগান পরিদর্শণ করলেন কৃষি মন্ত্রনালয়ের পরিকল্পনা অনু বিভাগের অতিরিক্ত সচিব মাহবুবুল হক পাটোয়ারী । আজ শনিবার বেলা ১১টায় উপজেলার কেন্দুয়া-ঘাষুড়া গ্রামে উদ্যোক্তা রফিকুল ইসলামের ১২০ বিঘা জমিতে উৎপাদিত রপ্তানীযোগ্য বিভিন্ন জাতের আম পরিদর্শনে আসেন পরিদর্শকদল। পরিদর্শণকালে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রনালয়ের পরিকল্পনা-৭ শাখার উপসচিব সুজয় চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক শামসুল ওদুদ, উপ-পরিচালক, চাঁপাইনবাবগঞ্জ ড.পলাশ সরকার, রপ্তানীযোগ্য আম উৎপাদন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক(খামারবাড়ি ঢাকা) আরিফুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, অতিরিক্ত উপ-পরিচালক(উদ্যান)চাঁপাইনবাবগঞ্জ বুলবুল আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরামসহ উ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও (ফার্মি এগ্রোর) বাগান মালিক রফিকুল ইসলাম। পরিদর্শণকালে সচিব মহদয় বলেন, বিদেশে আম রপ্তানীতে আমের গুনগত মানসম্মত ফ্রুটপ্যাকেট, আম সংগ্রহ থেকে আম রপ্তানী পর্যন্ত কঠোর মান বজায় রাখার ব্যাপারে বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানী কারকদেরকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দেন।

১৬১ বার ভিউ হয়েছে
0Shares