সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে বীর নিবাসের চাবি হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান

নাচোলে বীর নিবাসের চাবি হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি- চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুজিব বর্ষে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মান শীর্ষক প্রকল্পের আওতায় নাচোল উপজেলায় বীর নিবাসের চাবি হস্তান্তর ও উপজেলার ১২০জন ছাত্র-ছাত্রীকে শিক্ষা বৃত্তির টাকা প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম. গালিভ খান।
বুধবার বেলা সাড়ে ১১টার সময় চাবি হস্তান্তর ও বৃত্তির টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নী, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবায়েদ ও প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, নাচোলে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য তিনটি বাড়ি নির্মানের বরাদ্দ পাওয়া যায়। তাঁদের মধ্যে উপজেলার নাচোল ইউনিয়নের কন্যানগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, ফতেপুর ইউনিয়নের মিড়কাডাঙা গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেনের স্ত্রী মোসাঃ জবেদা বেগম ও নাচোল পৌর এলাকার মাষ্টারপাড়ার বীর মুক্তিযোদ্ধা মৃত অমল চন্দ্র বর্মনের স্ত্রী শ্রীমতি আরতী বর্মনের নামে ঘর বরাদ্দ হয়। কিন্তু আরতী বর্মনের জমি সংক্রান্ত জটিলতায় তাঁর ঘর নির্মান করা সম্ভব হয়নি। এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাশেম ওবায়েদ জানান, মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে মাধ্যমিক পর্যায়ের ৮০জন শিক্ষার্থীর প্রত্যেককে ৬ হাজার ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৪০ জন শিক্ষার্থীর প্রত্যেককে ৯ হাজার ৬০০ টাকা করে শিক্ষা সহায়তা বৃত্তির টাকা প্রদান করেন জেলা প্রশাসক একেএম. গালিভ খান।
৩৩০ বার ভিউ হয়েছে
0Shares