বুধবার- ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে জেলহত্যা দিবস পালিত

নাচোলে জেলহত্যা দিবস পালিত

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের নাচোল যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় নাচোল উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে উপজেলা ও পৌর আওয়ামীলগ এবং অংগসংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি র‌্যালী পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে মিলিত হয়। সকাল ১০টায় দলীয় কার্যালয়ে, পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালুর সভাপতিত্বে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলণ, জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান, আলোচনাসভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের নিহতদের ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। এসময় উপজেলা বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড. মোস্তাফিজুর রহমান বুলেটের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ খান ঝালু, উপজেলা যুবমহিলালীগের সভাপতি ও উপজেলা পরিষদের প্যানেল চেয়াম্যান-১(ভারপ্রাপ্ত) জান্নাতুন নাইম মুন্নী, ফতেপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, প্রবীন আ’লীগ নেতা আলহাজ¦ তরিকুল আলম(সুইডেন হাজী), পৌর আ’লীগ সহ-সভাপতি মজিবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা প্রভাষক অজিজুর রহমান। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আল সাবা ও সাধারণ সম্পাদক তারিফ আহম্মেদ ও কসবা ইউনিয়ন যুবলীগ সভাপতি তৈমুর রহমান প্রমুখ।

৭১ বার ভিউ হয়েছে
0Shares