মঙ্গলবার- ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নবাগত ইউএনও নীলুফা সরকারের যোগদান

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নবাগত ইউএনও নীলুফা সরকারের যোগদান

মোঃ ইব্রাহীম, স্টাফরিপোটার-চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোলের নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নীলুফা সরকার যোগদান করেছেন। ইতিপূর্বে তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মহামান্য রাস্ট্রপতির আদেশক্রমে গত ৫ ডিসেম্বর/২০২৩ তারিখে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ও সরকারের জনপ্রশাসন মন্ত্রনালয়ের ৭ ডিসেম্বর/২০২৩ তারিখের পৃথক স্মারকপত্রের অনুবৃত্তিক্রমে নির্বাচন কমিশনের সম্মতিক্রমে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোছাঃ ফারজানা ইয়াসমিন স্বাক্ষরিত পত্রে বিসিএস(প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনকে নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে এবং একই আদেশে নাটোর জেলার বাগাতিপাড়ার উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারকে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করেন। এরই প্রেক্ষিতে নীলুফা সরকার নাচোল উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আজ বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

২৯ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS