সোমবার- ৩রা জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -২০শে জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে ভূমিহীন-গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন

নাচোলে ভূমিহীন-গৃহহীনদের মাঝে গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন

নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ;: সারা দেশের ন্যয় চাঁপাইনবাবগঞ্জের নাচোলেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন-গ্রহহীন পরিবারের মাঝে ভূমি ও গৃহ হস্তারের উদ্বোধন অনুষ্ঠান উপভোগ করেন। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীনের সভাপতিত্বে উপজেলার ৯৯৬টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের অংশগ্রহণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার দেশের তিনটি উপজেলার তিনটি ইউনিয়নে সমাগত অতিথি ও উপকারভোগীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ভূমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম উদ্বোধনের পর নাচোলে সমাগতদের সামনে আলেচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

৯২ বার ভিউ হয়েছে
0Shares