শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা পরিষদের আইনশৃংখলা বিষয়ক মাসিকসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জঙ্গিবাদ, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, আইপএল খেলা নিয়ে মোবাইলে জুয়া, ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন কাজে উদ্যোক্তাদের সৃষ্ট জনহয়রানী, পারিবারিক সহিংসতা ও গত ২ মে উপজেলা সমাজসেবা কার্যালয়ে শামীম রেজা নামের এক কর্মচারীর অনাকাঙ্খিত মৃত্যু নিয়ে ব্যাপক আলোচনা হয়।

আলোচনসভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান,নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান বক্তব্য রাখেন। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আদিবাসী নেতা ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। সভায় আদিবসীদের দেশীয় মদ(চুয়ানী, পচানী) তৈরীতে সহায়তাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে ভ্রাম্যমান করা ও চুয়ানী তৈরী হয় এমন অঞ্চলে বা পাড়ায়-মহল্লায় জনসচেতনতামূলক সভা ও ভ্রমশমান অভিযান পরিচালনার জন্য সিধান্ত গৃহিত হয়।

৭৫ বার ভিউ হয়েছে
0Shares