সোমবার- ১লা জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ -১৭ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোলে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নানা কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। আজ বেলা ১১টায় উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা পরিষদ ডাকবাংলো থেকে বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। উপজেলা পরিষদ চত্বরের পরিত্যক্ত কোর্ট ভবনের সামনে জাতীয় আদিবাসী পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি লুইস টুডুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি ও আওয়ামীলীগ নেত্রী রঞ্জনা বর্মন ও জাতীয় মুক্তি মোর্চার জেলা সভাপতি বিশ্বনাথ মাহাতো। বক্তারা সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি হিসেবে চিহ্নিত না করে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করার দাবী জানান। পরে আদিবাসী নৃত্যগীত পরিবেশন করা হয়।

৮৮ বার ভিউ হয়েছে
0Shares