শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে আম উৎপাদনকারীদের সাথে মতবিনিময়

নাচোলে আম উৎপাদনকারীদের সাথে মতবিনিময়

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোর্টার-চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রপ্তানীযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় আম উৎপাদনকারীদের সাথে এক মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সকাল ১০টায় উপজেলার কেন্দুয়ায় আমবাগান মালিক রফিকুলের আমবাগানে এ মত বিনিময়সভায় খামারবাড়ি ঢাকার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেশণা কাউন্সিল ফার্মগেইট, ঢাকার নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক খামারবাড়ি ঢাকার আরিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মিথিলা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আব্দুন নূর, উপ-সহকারী কর্মকর্তা আমিনুল ইসলাম ও রাকিবুল হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা বুলবুল আহম্মেদ জানান, এবছর নাচোল থেকে ৬ জন আম উৎপাদনকারী ও রপ্তানীকারকের মাধ্যমে খিরসাপাত, হাড়িভাঙ্গা, গোড়মতি ও ব্যানানা ম্যাংগো জাতের প্রায় সাড়ে চার মেট্রিক টন আম সুইডেন ও ইংল্যান্ডে রপ্তানী করা হয়েছে।

২১৯ বার ভিউ হয়েছে
0Shares