শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
নাচোলে আউস প্রনোদনার উদ্বোধন

নাচোলে আউস প্রনোদনার উদ্বোধন

মোঃ ইব্রাহীম, নাচোল (চাঁপাইনবাগঞ্জ) প্রতিনিধি : বরেন্দ্র অঞ্চল চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২১-২২২ অর্থবছরে খরিপ ১/২০২২-২০২৩ মৌসুমে উফসি আমন ধান ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রণোদণা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। এবছর আউস মৌসুমে উপজেলার ৪টি ইউনিয়নে ও নাচোল পৌরসভার ২হাজর প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককের মাঝে এ প্রনোদনা দেওয়া হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে প্রনোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নীসহ উপজেলা পশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও উপজেলা কৃষি দপ্তরের আওতাধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। উপসহকারি কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, জানান, এবছর আউস মৌসুমে উপজেলার কসবা ইউনিয়নের ৪৫৫,ফতেপুর ইউনিয়নের ৪২৫, নাচোল ইউনিয়নের ৪৮০, নেজামপুর ইউনিয়নের ৪৬০ ও নাচোল পৌর এলাকার ১৮০জন কৃষকের প্রতিজনকে ৫কেজি উচ্চ ফলনশীল আউস বীজ, ২০কেজি ডিএপি ও ১০কেজি করে এমওপি সার দেয়া শুরু হয়েছে। তবে কৃষকদের চাহিদার তুলনায় প্রনোদনার বীজ একেবারেই কম বলে পাইতালী গ্রামের কৃষক সহিদুর রহমান, নাইমুল হক, গোলাম নবী ও উসির বেলডাঙ্গা গ্রামের কৃষক নাজমুল হক ক্ষোভ প্রকাশ করেন।

১১২ বার ভিউ হয়েছে
0Shares