শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
আটোয়ারীতে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ প্রদান প্রস্তুতিমুলক সভা

আটোয়ারীতে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ প্রদান প্রস্তুতিমুলক সভা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবেনা। সরকারের এ নির্দেশনা বাস্তবায়নের পরিক্রমায় আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় আগামী বুধবার ০৯ আগস্ট প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।
এ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত করার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ৭ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম।
শুভ উদ্বোধন অনুষ্ঠানটি সফল ও স্বার্থক করতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে পরামর্শমুলক মতামত ব্যাক্ত করেন, উপজেলা প্রকৌশলী মোঃ ফয়সাল, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মইনুল হক, সহকারী প্রোগ্রামার আরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, ধামোর ইউপি চেয়ারম্যান আবু তাহের দুলাল , আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী প্রমুখ।

২৩৪ বার ভিউ হয়েছে
0Shares