শনিবার- ২৯শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ -১৫ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
তেঁতুলিয়ায় ভারতে চা পাঁচারের সময় চাসহ যুবক গ্রেফতার

তেঁতুলিয়ায় ভারতে চা পাঁচারের সময় চাসহ যুবক গ্রেফতার

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় রাতের আধাঁরে পিকআপ করে ভারতে চা পাঁচারের সময় আব্দুল মাজেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ।
সোমবার (৭ আগস্ট) আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। এর আগে একই দিন ভোর রাতে উপজেলার ভজনপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি পিকআপে থাকা ৪০ বস্তা চা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল মাজেদ পঞ্চগড় সদর উপজেলার জগদল গ্রামের নজরুল ইসলামের ছেলে।
জানা গেছে, ভারতে চা পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সোমবার ভোর রাতে চা ভর্তি পিকআপসহ মাজেদকে ভজনপুর বাজার থেকে গ্রেফতার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সাথে থাকা আরো ৩/৪ জন সহযোগী পালিয়ে যায়। জানা যায়, জব্দকৃত ৪০ বস্তা চায়ের বাজার মূল্য প্রায় ২ লাখ ৭ হাজার টাকা। আর প্রতি বস্তায় ৪৫ কেজি চা রয়েছে বলে জানা যায়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে সংবাদ প্রতিক্ষনকে বলেন, গ্রেফতার মাজেদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অপর পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

২২১ বার ভিউ হয়েছে
0Shares