বুধবার- ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ -৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ
পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ৫ দশমিক ০ ডিগ্রিতে

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ৫ দশমিক ০ ডিগ্রিতে

পঞ্চগড় : দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। প্রচন্ড ঠান্ডার পাশাপাশি বইছে উত্তরে হিমালয় থেকে আসা ঠান্ডা বাতাস।
গত কয়েকদিন ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।
রোববার ২৮ জানুয়ারী সকাল ৯টায় দেশের মধ্যে পঞ্চগড়ের তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এটিই এ বছরে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে মনে করছেন তেতুলিয়া আবহাওয়া অফিস।
সকালে সূর্যের দেখা থাকলেও তাতে নেই তেমন কোন উত্তাপ। উত্তরে হিমালয় থেকে হালকা বাতাস আসায় ঘন কুয়াশায় চারপাশ ঢেকে থাকে সকাল সন্ধ্যা। রাতভর চলছে কুয়াশাপাত। কুয়াশার সাথে সাথে পাল্লা দিয়ে বইছে ঠান্ডা বাতাস।
এই সময় তাপমাত্রাও একেবারে নিচে নেমে আসছে। সকালে ৮/৯ টার পর সূর্যের দেখা মিলছে। তার আগে কুয়াশার চাদরে ঢাকা থাকে দিগন্তজুড়ে। রাত ৯ টার পর হাঁট বাজারগুলোতে মানুষ সমাগম কমে যাচ্ছে।
ঘন কুয়াশার কারণে হেড লাইট জ¦ালিয়ে যানবাহনগুলো চলাচল করছে। শীতের প্রকোপ বাড়ায় নি¤œ আয়ের মানুষেরা বেশ দুর্ভোগে পড়েছেন।
অসহনীয় এই অব্যাহত শীতে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, আজ সকাল ৯ টায় তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

১৬ বার ভিউ হয়েছে
0Shares

COMMENTS